ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তিন বছরের সাজা এড়াতে ২১ বছর পলাতক, অবশেষে ধরা

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৫ অক্টোবর ২০২২

তিন বছরের সাজা এড়াতে সিঙ্গাপুরে পালিয়ে যাওয়া টাঙ্গাইলের বাসাইল উপজেলা দুলাল মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ অক্টোবর) রাতে টাঙ্গাইল পৌর শহরের আদালতপাড়া ভাড়া বাসা থেকে ২১ বছর পর তাকে গ্রেফতার করা হয়।

দুলাল বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা কমলাপাড়ার আব্দুল হালিম মিয়ার ছেলে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল পৌর শহরের আদালতপাড়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০০১ সালে সিআর মামলা হয়। পরে দুলাল মিয়া নাম পরির্বতন করে সিঙ্গাপুরে চলে যান। ওই মামলায় তার তিন বছরের সাজা হয়। তিনি প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন।

আরিফ উর রহমান টগর/আরএইচ/এমএস