নিয়ামতপুরে কীটনাশকযুক্ত ঘাস খেয়ে ৩৩ রাজহাঁসের মৃত্যু
নওগাঁর নিয়ামতপুরে ফসলের ক্ষেতে ছিটানো কীটনাশকযুক্ত ঘাস খেয়ে ৩৩টি রাজহাঁস মারা গেছে। শনিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে হাঁসের মালিক তৃপ্তি রানী থানায় লিখিত অভিযোগ (জিডি) করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার রামনগর গ্রামের আবু হোসেনের ছেলে শরিফুল ইসলাম ধর্মপুর গ্রামের নিজের জমির আইলে আগাছা দমনের জন্য কীটনাশক প্রয়োগ করেন। বিষয়টি তিনি এলাকার কাউকে জানাননি। সকালে গ্রামের গৌর শীলের স্ত্রী তৃপ্তি রানী প্রতিদিনের মত ৩৩টি রাজহাঁস নিয়ে জমির ধারের বাগানে নিয়ে যান। সেখানে জমির আইলে গিয়ে ঘাস খেলে কিছুক্ষণ পর হাঁসগুলো মারা যায়।
তৃপ্তি রানী অভিযোগ করে বলেন, বিষ দেওয়ার বিষয়টি জমির মালিক কাউকে জানায়নি। প্রতিদিনের মতো হাঁসগুলো নিয়ে ওই জমির পাশের বাগানে নিয়ে যাই। জমি নেট দিয়ে ঘেরা থাকায় আইলে থাকা ঘাস খেয়ে হাঁসগুলো মারা যায়। জমির মালিক শরিফুল ইসলামকে বললে তিনি কীটনাশক দেওয়ার বিষয়টি স্বীকার করেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে শরিফুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় জমিতে কীটনাশক দিয়েছি। হাঁসগুলো আমার জমি বা জমির আইলে যায় নাই। অন্যকোনো কারণে হাঁসগুলো মারা গেছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আব্বাস আলী/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান