ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উখিয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত রোহিঙ্গা নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ১০:০০ পিএম, ১৫ অক্টোবর ২০২২

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় আহত মো. আনোয়ার (৩৮) মারা গেছেন। শনিবার (১৫ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ক্যাম্পের এমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মো. আনোয়ার উখিয়া থাইংখালি ১৩ নম্বর ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি মৃত নুর মোহাম্মদের ছেলে।

এর আড়ে সন্ধ্যা ওই ক্যাম্পের একটি চায়ের দোকানে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এসময় ঘটনাস্থলে মো. ইউনুস (৩৮) নামের আরেক রোহিঙ্গা নেতা মারা যান। তিনি একই ক্যাম্পের মৌলভী সৈয়দ কাসিমের ছেলে।

jagonews24

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (অফস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমদ বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. ইউনুস ঘটনাস্থলে ও মো. আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম