ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুকুরে ভাসছিল স্ত্রীর মরদেহ, স্বামী আটক

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১৭ অক্টোবর ২০২২

নোয়াখালীর চাটখিলে শিল্পী আক্তার (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী মোবারক উল্যাহকে (৩৬) আটক করা হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) সকালে পরকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খালিশপাড়ার বাঁশতলা এলাকার জনক বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও বাড়ির লোকজন জানান, খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার ভোরের দিকে শিল্পী আক্তারের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখা যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি। ওই নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস