ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যৌতুক মামলায় বিজিবি সদস্যের ৩ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৭ অক্টোবর ২০২২

নোয়াখালীতে স্ত্রীর করা যৌতুক মামলায় সোহেল সুলতান (৩২) নামে বিজিবির এক সদস্যের তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) জয়নাল আবেদীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সোহেল সুলতান সদর উপজেলার চরশূল্লকিয়া গ্রামের সফিক উল্যাহর ছেলে। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ল্যান্স নায়েক হিসেবে পিলখানায় কর্মরত।

আদালতের স্টেনোগ্রাফার মো. নজরুল ইসলাম রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি সোহেল সুলতান উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে দোষ প্রমাণিত না হওয়ায় সোহেল সুলতানের মা মোসাম্মৎ রহিমা খাতুন, বোন শিউলী আক্তার ও ফুফু হাসনা বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বিজিবি সদস্য সোহেল সুলতান ২০১৫ সালের ১৫ এপ্রিল একই উপজেলার বিনোদপুর গ্রামের আবদুস সাত্তারের মেয়ে শিরিন আক্তার মুন্নিকে ছয় লাখ টাকা কাবিনে বিয়ে করেন। বিয়ের পর থেকে সোহেল তার স্ত্রীকে প্রায় সময় নির্যাতন করতেন। একপর্যায়ে স্ত্রীকে ১০ লাখ টাকা যৌতুক এনে দিতে বলেন। দাবিকৃত যৌতুক না পেয়ে ২০১৬ সালের ৭ জুলাই বেধড়ক মারধর করে বাড়ি থেকে বের করে দেন।

পরে নির্যাতনে শিকার শিরিন আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী সোহেল সুলতানসহ চারজনকে আসমি করে একটি পিটিশন মামলা (নম্বর-১০২৮/২০১৬) করেন। আদালতের নির্দেশে তৎকালীন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ বেলাল হোসেন পিটিশন মামলার তদন্ত করে ২০১৬ সালের ৩ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

ইকবাল হোসেন মজনু/এএইচ/জিকেএস