দুই প্রার্থীর সমান ভোট, লটারিতে জেলা পরিষদ সদস্য মজিবুর
নারায়ণগঞ্জ জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মজিবুর রহমান (বামে)
নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের দুজন সাধারণ সদস্য প্রার্থী সমান ভোট পেয়েছিলেন। পরে বিধি মোতাবেক লটারির মাধ্যমে তাদের মধ্যে থেকে একজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল হাফিজ এ লটারির আয়োজন করেন। পরে লটারির মাধ্যমে ১ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে মজিবুর রহমানের নাম ঘোষণা করেন তিনি।
এর আগে সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ১ নম্বর ওয়ার্ডের ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা যায় সাধারণ সদস্য পদের দুই প্রার্থী জাহাঙ্গীর আলম ও মজিবুর রহমান ১৫টি করে ভোট পান।
তাদের সমান ভোট হওয়ায় লটারির সিদ্ধান্ত হয়। তারই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে লটারির শুরুতে প্রথমে দুই প্রার্থী সাদা কাগজে নিজেদের নাম ও প্রতীক লিখে একটি বক্সে রাখেন। এরপর এক শিশুর মাধ্যমে বক্স থেকে একটি কাগজ তোলা হয়। সেইসঙ্গে কাগজে থাকা মজিবুর রহমানের নাম সবার সামনে পড়ে শোনানো হয়।
লটারির মাধ্যমে জয়ী হয়ে মজিবুর রহমান বলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসঙ্গে সবার সহযোগিতা কামনা করছি।
মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/এমএস