ক্রীড়া প্রতিমন্ত্রীর মেয়েকে দেখতে পঙ্গু হাসপাতালে এমপি শিমুল
সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের মেয়ে মৌসুমী আক্তারকে দেখতে পঙ্গু হাসপাতালে যান নাটোর সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল ।
বৃহস্পতিবার দুপুরে পঙ্গু হাসপাতালে চিকিৎসারত মৌসুমী আক্তার ও স্বজনদের সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। এসময় শফিকুল ইসলাম শিমুল বলেন, হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যেই পুলিশ একজনকে গ্রেফতারও করেছে।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি রাতে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের কানাইখালীর বাস ভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে আহত হন তার মেয়ে মৌসুমী আক্তার। এঘটনায় নাটোর থানায় মামলা হলে যুবলীগ কর্মী সাব্বিরকে গ্রেফতার করে পুলিশ।
রেজাউল করিম রেজা/এফএ/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দেশের জন্য আবু সাঈদের মতো বুক পেতে দিতে রাজি আছি: জামায়াত আমির
- ২ ফরিদপুরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- ৩ ভোট চাইতে গেলেই এ্যানিকে পান-সুপারি-পিঠা নিয়ে বরণ করছেন ভোটাররা
- ৪ কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার আইনজীবী কারাগারে
- ৫ সৎ-যোগ্য নেতাকে ভোট দিতে বলায় খতিবকে মারতে গেলেন মুসল্লিরা