ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ক্রীড়া প্রতিমন্ত্রীর মেয়েকে দেখতে পঙ্গু হাসপাতালে এমপি শিমুল

প্রকাশিত: ১২:১৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের মেয়ে মৌসুমী আক্তারকে দেখতে পঙ্গু হাসপাতালে যান নাটোর সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল ।

বৃহস্পতিবার দুপুরে পঙ্গু হাসপাতালে চিকিৎসারত মৌসুমী আক্তার ও স্বজনদের সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। এসময় শফিকুল ইসলাম শিমুল বলেন, হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যেই পুলিশ একজনকে গ্রেফতারও করেছে।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি রাতে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের কানাইখালীর বাস ভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে আহত হন তার মেয়ে মৌসুমী আক্তার। এঘটনায় নাটোর থানায় মামলা হলে যুবলীগ কর্মী সাব্বিরকে গ্রেফতার করে পুলিশ।

রেজাউল করিম রেজা/এফএ/এমএএস/পিআর