ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে খুলনাগামী গণপরিবহন আজও বন্ধ, ভোগান্তি চরমে

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২২ অক্টোবর ২০২২

মেহেরপুর থেকে খুলনাগামী সবধরনের গণপরিবহন শনিবারও (২২ অক্টোবর) বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয় সূত্রে জানা গেছে, মেহেরপুর পৌর শহরের পুরাতন বাসস্টান্ড থেকে প্রতিদিন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত যশোর-খুলনা রুটে বাস চলাচল করে। আলসানি ও আর এ পরিবহন নামের দুটি বাস মুলত মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ হয়ে যশোর খুলনায় যাতায়াত করে। এই দুই পরিবহন ছাড়াও লোকাল বাস মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা হয়ে দর্শনা, কালীগঞ্জের ভেতর দিয়ে যশোর খুলনায় যাতায়াত করতো। তবে নিষেধাজ্ঞা থাকায় লোকাল বাস চলাচলও বন্ধ রয়েছে।

পরিবহন শ্রমিক রমিজ হোসেন জাগো নিউজকে বলেন, খুলনার বাস মালিক-শ্রমিক ইউনিয়নের নিষেধ থাকায় খুলনা রুটে বাস চলাচল সাময়িক স্থগিত রাখা হয়েছে। তবে রোববার (২৩ অক্টোবর) থেকে পুনরায় বাসচলাচল করতে পারে বলে তারা আভাস পাচ্ছেন।

meher1

তিনি বলেন, পরিবহন শ্রমিকরা দৈনিক দিনমজুরিতে করেন। বাস একদিন বন্ধ থাকলে স্বাভাবিক রোজগারে ভাটা পড়ে। এসব বিষয় মাথায় রেখে বাস বন্ধ না করার দাবি জানান এই পরিবহন শ্রমিক।

মুজিবনগর উপজেলার বাসিন্দা শেখ কামাল হোসেন। যাবেন খুলনায়। তার ছোটভাই অসুস্থজনিত কারণে হাসপাতালে ভর্তি আছেন। তিনি তার সঙ্গে দেখা করতে যাবেন। পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন।

শেখ কামাল জাগো নিউজকে বলেন, ‘লোকাল বাস বন্ধ। এ কারণে মুজিবনগর থেকে ইজিবাইকে করে শহরে এলাম। এখন কীভাবে খুলনায় যাবো তা নিয়ে চিন্তায় পড়েছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক পৌর বাস টার্মিনালের একজন চালক বলেন, আমরা আওয়ামী লীগের কর্মী। কিন্তু চোখের সামনে অন্যায় হলেও কিছু বলা যাচ্ছে না। এভাবে তারা হুটহাট করে পরিবহন বন্ধ করে শ্রমিকদের পেটে লাথি মারছেন।

meher1

সকাল থেকে পৌর শহরের গুরুত্বপূর্ণ চারটি মোড়ে গিয়ে দেখা গেছে, একেবারে স্বাভাবিক অবস্থা। পুলিশ কিংবা ক্ষমতাসীন দলের কোনো নেতাকর্মীদের তৎপরতা চোখে পড়েনি। বেশিরভাগ সড়কগুলো ছিল একেবারে ফাঁকা।

জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সড়কে সড়কে প্রতিবন্ধকতা থাকতে পারে ভেবে জেলার নেতাকর্মীদের দুদিন আগেই খুলনায় পাঠানো হয়। গাংনী থেকে মাইক্রোবাস যোগে নেতারা বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতেই খুলনায় পৌঁছেছেন। শুক্রবার দুপুরে জেলা বিএনপির নেতারা মাইক্রোবাস নিয়ে খুলনায় পৌঁছেন।

জেলা বাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, রোববার থেকে খুলনাগামী পরিবহন চলতে পারে বলে বাস মালিক সমিতি থেকে জানানো হয়েছে।

আসিফ ইকবাল/এসআর/এমএস