ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩৯ জেলে আটক

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২২ অক্টোবর ২০২২

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা থেকে মা ইলিশ শিকারের দায়ে ৩৯ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। গত ২৪ ঘণ্টায় নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় জেলেদের কাছ থেকে ১২টি মাছ ধরার নৌকা, এক কোটি ৩৬ লাখ মিটার কারেন্ট জাল ও ১৪২ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

আটক ৩৯ জেলের মধ্যে ২২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রমের কারাদণ্ড ও চারজন বাক-প্রতিবন্ধী কিশোরকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। অপর ১৩ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়।

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩৯ জেলে আটক

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নজরুল ইসলাম আতিক/আরএইচ/জেআইএম