ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রস্তুত সভামঞ্চ, ২৫ বছর পর হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আ’লীগের সম্মেলন

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২২ অক্টোবর ২০২২

দীর্ঘ প্রায় ২৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন। রোববার (২৩ অক্টোবর) দুপুর ২টা থেকে এ সম্মেলন শুরু হবে। এরই মধ্যে শহরের ইসদাইর এলাকার ওসমান পৌর স্টেডিয়ামে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সেইসঙ্গে রং বেরঙের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পুরো নারায়ণগঞ্জ শহর। পাশাপাশি শহরের প্রধান সড়কে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানানোর পাশাপাশি সম্মেলনের সফলতা কামনা করে বানানো হয়েছে বেশ কয়েকটি তোরণ। এ সম্মেলন উপলক্ষে নারায়ণগঞ্জে বিরাজ করছে সাজসাজ রব।

শনিবার (২২ অক্টোবর) বিকেলে সরেজমিন দেখা যায়, জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে ফেলা হয়েছে সম্মেলন মঞ্চের আশপাশ এলাকা। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে সভামঞ্চ। সম্মেলনে এসে কোনো নেতাকর্মী অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা দফায় দফায় সম্মেলনস্থল পরিদর্শন করছেন।

দলীয় সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৭ সালের ২০ ডিসেম্বর। সেবার অধ্যাপিকা নাজমা রহমান সভাপতি ও বর্তমান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান সাধারণ সম্পাদক হয়েছিলেন। এরপর আর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি। তবে জেলা কমিটি ঘোষণা হয়েছে একাধিকবার। সবশেষ ২০১৬ সালের ৯ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা পরিষদের তৎকালীন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইকে সভাপতি এবং সিটি করপোরেশনের বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিনিয়র সহ-সভাপতি ও অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদলকে সাধারণ সম্পাদক করে তিন সদস্যবিশিষ্ট জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করেছিল কেন্দ্র। এর ১৩ মাস পর ২০১৭ সালের ২৫ নভেম্বর ছয়টি পদ শূন্য রেখে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্র।

প্রস্তুত সভামঞ্চ, ২৫ বছর পর হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আ’লীগের সম্মেলন

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের এবারের সম্মেলনে সভাপতি পদে আলোচনায় আছেন সংসদ সদস্য শামীম ওসমান এবং জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই। সেইসঙ্গে সাধারণ সম্পাদক পদে আলোচনা আছেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এবং জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল।

যদিও পদ প্রত্যাশার বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, মেসেজ ক্লিয়ার, আমি কোনো প্রার্থী না। আমি শেখ হাসিনার সৈনিক। আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান। জাতির পিতার কন্যার যে স্নেহ পেয়েছি সেটাই সবচেয়ে বড় পাওয়া। আমি জেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী না। আমি মনে করি, এখানে যোগ্য নেতৃত্ব আছে।

প্রস্তুত সভামঞ্চ, ২৫ বছর পর হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আ’লীগের সম্মেলন

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন পর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করছে। নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন।

প্রস্তুত সভামঞ্চ, ২৫ বছর পর হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আ’লীগের সম্মেলন

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জাগো নিউজকে বলেন, সম্মেলনকে কেন্দ্র করে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনকে ঘিরে সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আশা করছি, সফলতার সঙ্গেই আমাদের সম্মেলন শেষ হবে। সেইসঙ্গে সম্মেলনের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আশার প্রতিফল ঘটবে।

প্রস্তুত সভামঞ্চ, ২৫ বছর পর হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আ’লীগের সম্মেলন

তিনি আরও বলেন, সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দাওয়াত দেওয়া হয়েছে। এছাড়া অন্য রাজনৈতিক দলের নেতাদেরও দাওয়াত হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/জেআইএম