ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফতুল্লায় গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

প্রকাশিত: ০৭:০৪ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার সকালে ফতুল্লার পাগলা চিতাশাল এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শুক্কুর আলীর স্ত্রী ফাতেমা বেগম (৪০), ছেলে শাকিল (১৬) ও শামীম (৯)। তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্কুর আলীর মেয়ে ময়না আক্তার জাগো নিউজকে জানান, তারা পাগলা চিতাশাল এলাকার জনৈক এক ব্যবসায়ীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তার বাবা স্থানীয় একটু রি-রোলিং মিলে কাজ করেন এবং তিনি ও তার ছোট ভাই শাকিল স্থানীয় প্রাইম টেক্সটাইল মিলে কাজ করেন। আর ছোট ভাই পাগলা স্কুলে লেখাপড়া করে। শুক্রবার সকালে তার মা রান্না ঘরে গ্যাসের চুলায় রান্না করছিল। হঠাৎ করে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। এ সময় তার মা ও দুই ভাই দগ্ধ হয়। পরে তাদের স্থানীয় লোকদের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

শাহাদাত হোসেন/এসএস/পিআর