ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙায় হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৮:২৭ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

চুয়াডাঙার দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর এলাকা থেকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আসাবুল হক মুক্তকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
    
পুলিশ জানায়, শুক্রবার ভোরে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আজিজুল হক জোয়ার্দ্দারের ছেলে জীবননগর নাসির সরদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আসাবুল হক মুক্তকে গ্রেফতার করে।
    
দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই সিরাজুল ইসলাম জানান, গ্রেফতার আসাবুল হক মুক্ত হত্যা ও চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।  

সালাউদ্দিন কাজল/এসএস/পিআর