ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেঘনায় নৌকাডুবিতে পুলিশের শর্টগান ও রাইফেল নিখোঁজ

প্রকাশিত: ০৮:৪৬ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে পুলিশ সদস্যদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। শুক্রবার সকালে উপজেলার তাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নৌকায় থাকা তিন পুলিশ সদস্য সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তাদের সঙ্গে থাকা একটি শর্টগান ও একটি রাইফেল খোয়া গেছে।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে মেঘনা নদীর তাজপুর এলাকায় টহলরত পুলিশের একটি নৌকাকে বিপরীত দিক থেকে আসা অপর একটি নৌকা ধাক্কা দেয়। এ সময় নৌকার মাঝি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে নৌকাটি পানিতে ডুবে যায়। নৌকায় থাকা আশুগঞ্জ থানা পুলিশের একজন উপ-পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য সাঁতরে তীরে ওঠতে সক্ষম হলেও তাদের সঙ্গে থাকা দুটি অস্ত্র পানিতে হারিয়ে গেছে। তবে হারানো অস্ত্র দুটি উদ্ধারে পুলিশ চেষ্টা করছে বলেও জানান ওসি।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর