রাজশাহীতে হেরোইন উদ্ধারের ঘটনায় মামলা
ফাইল ছবি
রাজশাহীর গোদাগাড়িতে কোটি টাকার হেরোইন উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শুক্রবার দুপুরের দিকে মামলাটি দায়ের করা হয়। গোদাগাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার চরবয়ারমারী এলাকায় অভিযান চালায়। এ সময় হেরোইন ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক কেজি দুইশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা। হেরোইন উদ্ধারের ব্যাপারে শুক্রবার দুপুরে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে এ ঘটনায় জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানান ওই কর্মকর্তা।
শাহরিয়ার অনতু/এসএস/পিআর