ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গুঁড়িয়ে দেওয়া হলো কৃষি জমিতে গড়ে ওঠা ইটভাটা

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৮:৪২ পিএম, ২৪ অক্টোবর ২০২২

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কৃষি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের হামির বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংশা এবং কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

রেজাউল করিম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য নষ্ট করে এমন সব জায়গাতে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।

এসজে/এএসএম