ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৯:২৩ পিএম, ২৪ অক্টোবর ২০২২

শেরপুরের ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর তীরবর্তী ফসলি জমির ক্ষতি করার দায়ে নূর নবী নামে এক বালু ব্যবসায়ীকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

সূত্র জানায়, উপজেলার নয়াবিল ডাক্তারগোপ এলাকায় ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি অসাধু চক্র। এরপর সেই বালু নদীর তীরবর্তী ফসলি জমি নষ্ট করে পরিবহন করা হয়। এতে আশপাশের কৃষদের ফসলি জমি ধ্বংস ছাড়াও শ্যালোচালিত ড্রেজারের বিকট শব্দে আশপাশের মানুষের মারাত্মক ভোগান্তি হচ্ছিল। ফলে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানকালে বালু উত্তোলনে জড়িত অন্যরা নদী সাঁতরে পালিয়ে যান। তবে নূর নবী নামে এক ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করেন ভ্রাম্যমাণ আদালতে অংশ নেওয়া আনসার সদ্যরা। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সেইসঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজারও অকার্যকর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগেও বেশ কয়েকবার একই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সতর্ক করা হয়েছে। এরপরও তারা বালু উত্তোলন অব্যাহত রেখেছিল।

ইমরান হাসান রাব্বী/এমআরআর/এএসএম