রোহিঙ্গা ক্যাম্পে আবারও এক যুবক গুলিবিদ্ধ
কক্সবাজারের উখিয়া উপজেলায় মোহাম্মদ সালাম (৩৭) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে। সালাম ওই ক্যাম্পের বাসিন্দা।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ পুলিশের (এপিবিএন) অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৮-১০ জনের মুখোশধারী লোক ওই যুবককে গুলি করে। কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। সালামকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। একই সঙ্গে জড়িতদের আটক করতে বিশেষ অভিযান চলছে।
চলতি মাসে এ পর্যন্ত ছয় রোহিঙ্গা নাগরিক হত্যার শিকার হয়েছেন।
সায়ীদ আলমগীর/এসজে/এএসএম