ভারত থেকে অনুপ্রবেশের সময় আটক ৬
ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক শিশুসহ ৬ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন।
বুধবার (২৬ অক্টোবর) ভোর ৬ টার দিকে ঝিনাইদহের মহেশপুরের লেবুতলা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের বাড়ি যশোর, নড়াইল, খুলনা, বাগেরহাট ও পিরোজপুর জেলায়। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে পাঁচজন পুরুষ ও একজন শিশু অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের লেবুতলা এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় ৫২/৫ আর সীমান্ত পিলার হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। সীমান্তে এ ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
আব্দুল্লাহ আল মাসুদ/জেএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী দুই যুবকের
- ২ পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা
- ৩ স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে তারেক রহমানের পরিচয় ‘রাজনৈতিক কর্মী’
- ৪ সাড়ে ৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
- ৫ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ১০