ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় কারাগারে শিক্ষক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ওই স্কুলের শিক্ষক তুলা রাম পালকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল।

ওসি জাহিদ ইকবাল বলেন, নেকমরদ রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ করেন তার বাবা। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। পরে বুধবার সকালে আদালতে পাঠানো হয়।আদালতের নির্দেশে দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তৃতীয় শ্রেণির ওই ছাত্রী স্কুলে গেলে শিক্ষক তুলা রাম পাল তাকে পাশের একটি কক্ষে ডেকে নেন। পরে শ্রেণিকক্ষের দরজা-জানালা বন্ধ করে তাকে যৌন নিপীড়ন করেন। এ সময় ওই ছাত্রী চিৎকার-চেঁচামেচি করলে তাকে কক্ষ থেকে বের করে দেন। মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানায়। পরে মেয়েটির বাবা বাদী হয়ে রাণীশংকৈল থানায় মামলা করেন।
তানভীর হাসান তানু/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান