রূপগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। শনিবার ভোরে উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নড়াইল সদর উপজেলার জরুলিয়া এলাকার আব্দুর রহমানের ছেলে এজাজুল ইসলাম (২৩) ও যশোর জেলার কতোয়ালী উপজেলার বারিন্দাপাড়া এলাকার আবু মিয়ার ছেলে নাশির উদ্দিন (৩৮)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
এদের মধ্যে নিহত এজাজুল ইসলামের বিরুদ্ধে মাগুরা জেলার শালিকা থানায় চুরিসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন ।
ডাকাতদের হামলায় আহতরা হলেন-বাড়ি মালিক রাজ্জাক সিকদার (৫৫), আব্দুল কুদ্দুস সিকদার (৬৫), ইয়াকুব সিকদার (৩০), দোলন বেগম (২৬)। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৩টার দিকে জিন্দা উত্তরপাড়া এলাকার ব্যবসায়ী রাজ্জাক সিকদার ও তার ভাই আব্দুল কুদ্দুস সিকদারের বাড়িতে ১২ থেকে ১৫ জনের একদল ডাকাতদল প্রবেশ করে। এ সময় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে।
এক পর্যায়ে ঘরের আলমারি ভেঙে ৩০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা লুটে নেয়। প্রতিবাদ করায় নারীসহ ওই চারজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় আহতরা ডাকাত ডাকাত বলে আত্মচিৎকার করতে শুরু করে। পরে স্থানীয় জনতা ডাকাতদের ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুই ডাকাত নিহত হন। অপর ডাকাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গণপিটুনিতে ৩ ডাকাত নিহতের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
মীর আব্দুল আলীম/এসএস/এমএস