ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় হতদরিদ্র পরিবারের পাশে ‘বিলিফ’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ২৬ অক্টোবর ২০২২

গাইবান্ধার হোসেনপুরে হতদরিদ্র পরিবারের পাঁচজন সদস্যের সমন্বয়ে গঠিত একটি টিমকে টেইলারিং ব্যবসার জন্য সেলাই মেশিনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুটি সেলাই মেশিন, একটি ওভারলক মেশিন, ১৬০ গজ কাপড়, একটি কাটিং টেবিল, একটি আয়রন মেশিন, দুটি চেয়ার ও দুটি টুলসহ প্রয়োজনীয় সামগ্রী দিয়ে ‘টিপটপ ফ্যাশন’ নামের একটি টেইলার্স উদ্বোধন করা হয়। এতে আর্থিক সহযোগিতা করে বাংলাদেশ এক্স লিও ইন্টারন্যাশনাল ফোরাম (বেলিফ)।

jagonews24

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেনপুর মুসলিম একাডেমির সভাপতি জাহেদুল হকসহ হোসেনপুর সোসাইটির স্বেচ্ছাসেবকরা।

চালু করা টেইলার্স ব্যবসাটির উত্তরোত্তর উন্নতি ও দাতা সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোনাজাত করা হয়। পাশাপাশি চারজন এতিম মেয়েকে টেইলারিং শপ টিপটপ থেকে কাপড় কিনে পোশাক বানাতে দেওয়া হয়।

jagonews24

এরআগে গাইবান্ধার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্র মহিলাদের স্বাবলম্বী করতে ৩০ জনের একটি দল গঠন করে তাদের তিন মাসের সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে পাঁচজনকে বাছাই করে তাদেরকে স্বাবলম্বী করতে টেইলারিং শপ করার জন্য প্রয়োজনীয় মেশিন, সামগ্রী ও কিছু উপকরণ দিয়ে এই সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়।

এই উদ্যোগে পুরো আর্থিক সহায়তা করে বাংলাদেশ এক্স লিও ইন্টারন্যাশনাল ফোরাম-বিলিফ। বিলিফ সদস্যদের যাকাত ফান্ড থেকে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

এসআর/জিকেএস