ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় দুর্বৃত্তের গুলিতে চরমপন্থি নেতা নিহত

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২৬ অক্টোবর ২০২২

পাবনার আটঘরিয়া উপজেলায় দুর্বৃত্তের গুলিতে আবু মুছা (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বাজারে এ ঘটনা ঘটে। মুছা ওই ইউনিয়নের চাঁচকিয়া দিয়ারপাড়া গ্রামের ওলি উল্লাহর ছেলে। তিনি চরমপন্থি দলের নেতা ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বুধবার বিকেলে একদন্ত বাজারের ওলির মোড়ে একটি চা স্টলের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিলেন মুছা। এ সময় কয়েকজন অস্ত্রধারী এসে তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যান। ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়।

ঘটনাস্থলে থাকা আটঘরিয়া থানার তদন্ত কর্মকর্তা হাসান বাশির জাগো নিউজকে বলেন, পুলিশ এখন পর্যন্ত ঘটনাস্থলে আছে। মরদেহ ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল জাগো নিউজকে বলেন, আবু মুছা চরমপন্থি দলের সক্রিয় নেতা ছিলেন। তিনি এর আগে পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছিলেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলাম জানান, চরমপন্থি সংগঠনের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে তাকে গুলি করে হত্যা করা হতে পারে। তবে পুরা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আমিন ইসলাম জুয়েল/এসজে/জিকেএস