ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডাকাতিয়া নদীতে ভাসছিল নবজাতকের মরদেহ

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৬:০৮ এএম, ২৭ অক্টোবর ২০২২

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতিয়া নদী থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নবজাতকটির বয়স  আনুমানিক একদিন।

বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় হাজীগঞ্জের পৌর মহাশ্মশান সংলগ্ন এলাকায় ডাকাতিয়া নদীর পাড় থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, সন্ধ্যায় ডাকাতিয়া নদীর পাড়ে পানিতে ভেসে থাকা নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস মিয়া ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

মরদেহটি বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার মর্গে পাঠানো হবে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল ইসলাম আতিক/আরএডি