ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপপুরে ডেঙ্গু পরিস্থিতি দেখতে আসছে বিশেষজ্ঞ দল

উপজেলা প্রতিনিধি | ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০৫:০৮ পিএম, ২৭ অক্টোবর ২০২২

পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও গ্রিনসিটি আবাসিক এলাকা সরেজমিন পরিদর্শন করবে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ টিম।

বুধবার (২৭ অক্টোবর) রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শুধু রূপপুর প্রকল্পের ভেতরেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে না; অনেকে প্রকল্পের বাইরে থেকে আক্রান্ত হয়ে ভেতরে আসছেন। এতে স্থানীয়ভাবে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তের পরিস্থিতি বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপর্যায়ের একটি তদন্ত দল রূপপুর প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন আসছে।’

jagonews24

ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম শামীম জাগো নিউজকে জানান, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ২৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এদের বেশিরভারই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত। ডেঙ্গু পরিস্থিতি পরিদর্শন করতে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিশেষজ্ঞ দল রূপপুরে আসছে।

পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী জানান, রূপপুরে ডেঙ্গু পরিস্থিতি ডেঙ্গু পরিস্থিতি বেশি কেন- এ বিষয়ে জানতে উচ্চপর্যায়ের একটি বিশেষজ্ঞ দল পাঠানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ জানানো হয়েছে। অধিদপ্তর বিশেষজ্ঞ দল পাঠাতে সম্মত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ টিম রূপপুর পরিদর্শন করবে।

তিনি আরও জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৫ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

jagonews24

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ ঈশ্বরদীতে ডেঙ্গু রোগী উদ্বেগজনক হারে বাড়ছে। এ পর্যন্ত ঈশ্বরদীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩০ জন এবং পাবনা, রাজশাহী ও কুষ্টিয়া হাসপাতালে প্রায় ৩০০ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।

এরই মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের তিনজন শ্রমিক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২০ সেপ্টেম্বর নির্মাণশ্রমিক রকিবুল ইসলাম, ২৯ সেপ্টেম্বর রবিন প্রামাণিক ও ২৮ সেপ্টেম্বর রাব্বি সর্দার নামের একজন শ্রমিক মারা যান।

শেখ মহসীন/এসআর/জিকেএস