ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, নারায়ণগঞ্জে একজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৭:৪১ পিএম, ২৭ অক্টোবর ২০২২

নারায়ণগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে আসামির অনুপস্থিতিতে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন আড়াইহাজারের বাগদী এলাকার মৃত জাহেদ আলীর ছেলে নবী হোসেন। ঘটনার সময়ে সোনারগাঁয়ের সাদীপুরে ভাড়া বাসায় বসবাস করতেন।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর রকিবুদ্দিন আহমেদ রকিব জাগো নিউজকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, ২০১০ সালের ১ জানুয়ারি সোনারগাঁয়ের সাদিপুর এলাকায় এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন নবী হোসেন। পরে গলায় রুমাল পেঁচিয়ে তাকে হত্যা করেন। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ এ রায় ঘোষণা করেন আদালত।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম