নারায়ণগঞ্জে পাটের গুদামে অগ্নিকাণ্ড
আগুনে গুদামে থাকা সব পাট পুড়ে যায়
নারায়ণগঞ্জ শহরের কদমতলা শীতলক্ষ্যা এলাকার একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (২৮ অক্টোবর) মধ্যরাতে মেসার্স শারমিন জুট বেলার্স নামে গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ ভাষানী বলেন, ‘মধ্যরাতে চিৎকারের শব্দ শুনে বাড়ির সামনে এসে দেখি পাটের গুদামে আগুন জ্বলছে। মানুষজন দৌড়াদৌড়ি করে আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন। গত কয়েকদিন ধরে নৌকা ভরে ভরে পাট জমানো হয়েছিল। আগুনে সব পাট পুড়ে গেছে। কয়েক কোটি টাকার পাট ছিল গুদামটিতে।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জাগো নিউজকে বলেন, রাত আড়াইটায় ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরপর শেষ পর্যন্ত ৯টি ইউনিট চেষ্টা চালিয়ে ভোর ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আমাদের একজন লিডার আহত হয়েছেন। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মোবাশ্বির শ্রাবণ/এসজে/জিকেএস