ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নানাবাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৫:২১ পিএম, ২৮ অক্টোবর ২০২২

চাঁদপুরের হাজীগঞ্জে নানাবাড়ি বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে ওসমান আলীর (২) এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর (উত্তর) ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশু ওসমান একই ইউনিয়নের পার্শ্ববর্তী আহামদপুর গ্রামের শাখাওয়াত হোসেনের ছেলে। শুক্রবার সকালেই সে তার মায়ের সঙ্গে নানাবাড়ি আসে।

স্থানীয়রা জানান, সকালে নানাবাড়ি আসার পর কিছুক্ষণ মামার কোলে ছিল শিশু ওসমান। পরে মামা শিশুর মা মুনা বেগমকে ডাক দিয়ে শিশুটিকে ঘরের সামনে রেখে বের হয়ে যান। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন।

পরে বাড়ির পাশে একটি ডোবায় শিশুটিকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা গোলাম মাওলা নাঈম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নজরুল ইসলাম আতিক/এসআর/এএসএম