প্রথম মেয়র পাচ্ছে হাজরাবাড়ীর পৌরসভা
প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জামালপুরের হাজারাবাড়ী পৌরসভার নির্বাচন। নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ শুরু হয়েছে এলাকাজুড়ে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পৌর এলাকার অলিগলি। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রচার-প্রচারণা। কে হচ্ছেন এ পৌরসভার প্রথম মেয়র সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২০১৫ সালে মেলান্দহ উপজেলার আদ্রা ও ফুলকোচা ইউনিয়নের কিছু অংশ নিয়ে হাজরাবাড়ী পৌরসভা গঠন করা হয়। এ পৌরসভার ৯ ওয়ার্ডে ১৪ হাজার ৯১৮ জন ভোটার রয়েছেন। বর্তমানে পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা।
আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে এ পৌরসভার প্রথম নির্বাচন। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। এরমধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী সামছুজ্জামান, বিদ্রোহী প্রার্থী মঞ্জুরুল ইসলাম মঞ্জু, স্বতন্ত্রপ্রার্থী অধ্যাপক মাসুদুল হাসান সুমন হাজারী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী ছাইফুল ইসলাম। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সরেজমিনে দেখা যায়, পৌরসভার অলিগলিতে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। এদিকে মেয়র ও কাউন্সিলর পদ প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীরা ওয়ার্ডে ওয়ার্ডে পথসভা করছেন।
স্বপন নামের পৌরসভার এক ভোটার বলেন, পৌরসভা গঠনের পর এটি প্রথম নির্বাচন। এখন পর্যন্ত তেমন উন্নয়ন হয়নি। আমরা চাই এমন একজন মেয়র হোক যিনি হাজরাবাড়ী পৌরসভা উন্নয়নের করবেন।

পৌরসভার ভোটার আব্দুল গফুর বলেন, আমরা সুষ্ঠু ও সুন্দর একটা নির্বাচন চাই। আমাদের ওপর কেউ যেন প্রভাব দেখিয়ে ভোট না নিতে পারে। আমরা সাধারণ ভোটার, আমাদের ইচ্ছা মতো যেন ভোট দিতে পারি সেটিই আমাদের দাবি।
মেয়রপ্রার্থী মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, নির্বাচন কমিশনারের কাছে আমরা একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন দাবি করি। সুষ্ঠু নির্বাচন হলে তার জয় নিশ্চিত হবে বলেও জানান তিনি।
জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য আমরা প্রস্তুত রয়েছি।
হাজরাবাড়ী পৌর প্রশাসক ও মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা বলেন, ২ নভেম্বর হাজরাবাড়ী পৌরসভা এবং আদ্রা ও ফুলকোচা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করছি সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মো. নাসিম উদ্দিন/আরএইচ/এএসএম