ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে সাত জুয়াড়ি গ্রেফতার

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৫:০৮ এএম, ২৯ অক্টোবর ২০২২

মেহেরপুরে সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেল গাংনী উপজেলার নতুন মটমুড়া গ্রামের সাফিরুল ইসলামের রাইচ মিলের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন গাংনী উপজেলার রামনগর গ্রামের খাঁ পাড়ার আসাদুল হক (৪৮) ও হাফিজুর রহমান (৪০), চর গোয়াল গ্রামের ইনজাল আলী (৬২), হেমায়তপুর গ্রামের মুনতাজ আলী (৩৯), গাংনী উপজেলা শহরের বাজার পাড়ার বাদশা মিয়া (৪০), মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের জাফর আলী (৫০) এবং কালীগাংনী গ্রামের মানিক হোসেন (৪২)।

মেহেরপুর গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইসরাফিল ও এএসআই দরবেশ ফকির ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে নগদ ১২ হাজার ৪৬০ টাকা, এক সেট জুয়া খেলার তাস উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

আসিফ ইকবাল/জেডএইচ/