ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মা লাইফের চেয়ারম্যানের বাবা আর নেই

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০২:০৭ পিএম, ৩০ অক্টোবর ২০২২

পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স ও মেট্রো হোমসের চেয়ারম্যান ফখরুল ইসলামের বাবা আহমদ উল্যাহ (৮৫) মারা গেছেন।

শনিবার (২৯ অক্টোবর) দিনগত রাত ১১টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের বড় ছেলে বিশিষ্ট মুহাম্মদ ফখরুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাবাকে কয়েকদিন আগে বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। শনিবার রাত ১১টায় সেখানেই তিনি মারা যান।

রোববার বাদ আসর জানাজা শেষে তাকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গ্রামের বাড়িতে দাফন করা হবে।

ইকবাল হোসেন মজনু/জেএস/এমএস