ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে গৃহবধূ হত্যায় দুই ভাইয়ের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ৩০ অক্টোবর ২০২২

জয়পুরহাটে জমি বিরোধের জেরে গৃহবধূ হত্যায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার ক্ষেতলাল উপজেলার সুতরাইল গ্রামে মৃত আব্দুল সালামের ছেলে দুলাল হোসেন (৫৪) ও আওলাদ হোসেন (৪৬)।

সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, ওই গ্রামের কোরবান আলী সরদারের স্বজনদের সঙ্গে প্রতিবেশী দুলাল ও আওলাদের বিরোধ চলে আসছিল। ২০০৮ সালের ২ অক্টোবর সকালে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। ওই দিন রাতে কোরবান আলী সরদারের ছোট ছেলে মোমিনের স্ত্রী হাসিনা (৩৯) ও নাতি মেহেদী হাসান (২১) মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে প্রাচীর টপকিয়ে ওই ঘরে প্রবেশ করে হাসিনার বুকের ওপর বসে গলা টিপে হত্যা করে। এসময় মেহেদী হাসান দুলাল ও আওলাদকে দেখতে পান। মেহেদী হাসানকে চাকুর ভয় দেখিয়ে পালিয়ে যান তারা। পরদিন হাসিনার শ্বশুর কোরবান আলী হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নন্দ কিশোর আগরওয়ালা বলেন, আমরা ন্যায় বিচার পাইনি। উচ্চ আদালতে আপিল করবো।

রাশেদুজ্জামান/আরএইচ/জিকেএস