ভারত ভ্রমণ শেষে দেশে ফিরে পাসপোর্ট যাত্রীর মৃত্যু
দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফেরার পর রয়েল (৪২) নামে এক পাসপোর্ট যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মিল রোড এলাকার তাছির উদ্দিনের ছেলে।
সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ভারত থেকে ইমিগ্রেশনের কাজ শেষে বাংলাদেশে প্রবেশের সময় আকস্মিক মাটিয়ে লুটিয়ে পড়েন রয়েল। এসময় তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হিলি চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, ২৮ অক্টোবর রয়েল ভ্রমণের উদ্দেশ্যে হিলি চেকপোস্ট দিয়ে ভারত প্রবেশ করেন। ভ্রমণ শেষে সোমবার দেশে প্রবেশ করেন তিনি। এসময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ইমিগ্রেশনের যাবতীয় কার্যক্রম শেষ করে তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ওই পাসপোর্ট যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. হুমায়ন কবির বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
মো. মাহাবুর রহমান/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান