ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৯:১৭ পিএম, ৩১ অক্টোবর ২০২২

নওগাঁয় কীটনাশকের মিথ্যা বিজ্ঞাপন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণের অপরাধে দুই মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে সদর উপজেলার শশীর মোড় ও পাহাড়পুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন।

jagonews24

তিনি বলেন, কীটনাশকের মিথ্যা বিজ্ঞাপন, মোড়কে অস্পষ্টভাবে মেয়াদ লেখা, মুছনযোগ্য কালি ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে কেমিস্ট ছাড়া কীটনাশক তৈরির সত্যতা পাওয়ায় শশীর মোড়ে অবস্থিত এনার্জি এগ্রো কেয়ারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা হয়।

পাহাড়পুর বাজারে মিনহাজ মিষ্টান্ন ভান্ডার অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ ও মিষ্টিতে মাছিসহ পোকামাকড়ের উপস্থিতি দেখা যায়। এ অপরাধে মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

jagonews24

অভিযানে নওগাঁ সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এসআর/এমএস