ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে সাংবাদিক হত্যায় ৬ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৯:২৫ পিএম, ৩১ অক্টোবর ২০২২

সিলেটের সাংবাদিক ও লেখক ফতেহ ওসমানীকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার একযুগ পর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে সিলেটের বিশেষ জেলা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী এস এম আবুল কালাম আজাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম কাশেম আলী (২২)। তিনি জৈন্তাপুর থানার আদর্শগ্রামের হাবিবুর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। তবে অপর পাঁচ আসামি পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৮ এপ্রিল রাতে সাংবাদিক ফতেহ ওসমানী তার লন্ডন প্রবাসী বন্ধু আব্দুল মালেককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে নগরের শাহী ঈদগাহের শাহ মীর (রহ.) মাজারের সামনের রাস্তায় পৌঁছামাত্র ছিনতাইকারীদের কবলে পড়েন।

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ফতেহ ওসমানী ও তার বন্ধু আব্দুল মালেক গুরুতর আহত হন। ২৮ এপ্রিল রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহত ফতেহ ওসমানীর ছোট ভাই আল-ফরহাদ মতিন বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন।

ছামির মাহমুদ/এসআর/জেআইএম