সহকর্মীর বটির কোপে প্রাণ গেলো মিস্ত্রির
নিহত মনির হোসেনের মরদেহ
কুমিল্লার লাকসামে তুচ্ছ ঘটনার জেরে মনির হোসেন নামের এক স’মিল মিস্ত্রিকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাইনুদ্দিনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর উপজেলার খিলা বাজারের লাকসাম অংশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মনির হোসেন বাজারের একটি স’মিলের মিস্ত্রি। কাজ করার সময় ওই স’মিলের সহযোগী মাইনুদ্দিনের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে মনিরের কথা-কাটাকাটি হয়। এতে মাইনুদ্দিন ক্ষিপ্ত হয়ে ওঠে। দুপুরের খাবার খেয়ে মনির হোসেন বের হওয়ার সময় হোটেলের রান্নার কাজে ব্যবহৃত একটি বটি দিয়ে তার গলায় কোপ দেয় মাইনুদ্দিন। এতে ঘটনাস্থলেই মনির মারা যান।
এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন ভূইয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মাইনুদ্দিন পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
জাহিদ পাটোয়ারী/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান