ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙ্গামাটিতে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী বাড়ির মেলা

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৬:১১ পিএম, ০২ নভেম্বর ২০২২

রাঙ্গামাটি জগদ্ধাত্রী মাতৃমন্দিরে অনুষ্ঠিত হচ্ছে পূজা। এ উপলক্ষে শহরের হ্যাপির মোড় এলাকায় শুরু হচ্ছে মেলা। বুধবার (২ নভেম্বর) রাত ৮টায় শুরু হবে এ পূজা।

পূজা আয়োজন কমিটির পক্ষ থেকে জানা যায়, বৃহস্পতিবার ও শুক্রবার (৩ ও ৪ নভেম্বর) অহোরাত্র ষোড়শপ্রহরব্যাপী নামযজ্ঞ, মহোৎসব, ঠাকুরের রাজভোগ ও অবিরাম মহাপ্রসাদ বিতরণ এবং অধিবাস কীর্তন অনুষ্ঠিত হবে। শনিবার (৫ নভেম্বর) ঊষালগ্নে মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও নগরকীর্ত্তনের মধ্য দিয়ে শেষ হবে এ পূজা।

jagonews24

এদিকে পূজাকে কেন্দ্র করে শহরের ব্যস্ততম প্রধান সড়কের দুই পাড়ে নানান জিনিসপত্র নিয়ে পশরা সাজিয়েছে দোকানিরা। নানা রকমের মাটির জিনিসপত্র, নারী, পুরুষ ও বাচ্চাদের পোশাক, বিভিন্ন তৈজসপত্র, বাচ্চাদের খেলনা, নারীদের সাজসজ্জার জিনিসপত্রসহ নাগরদোলা ও মিঠাই-মুড়ির দোকান বসছে মেলায়।

মাটির জিনিসপত্রের দোকানি রহিম মিয়া বলেন, আমি বগুড়া থেকে এখানে মাটির বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসেছি। আমি গত ৮ বছর ধরে পূজার সময় এখানে আসি। এখনো দোকানের জিনিসপত্র সাজাচ্ছি। আশা করি প্রতিবারের মতো এবারও ভালো বিক্রি হবে।

jagonews24

বাচ্চাদের খেলনা দোকানি ফরিদ বলেন, আমি মেলায় ঘুরে ঘুরে খেলনার দোকান দেই। রাঙ্গামাটিতে প্রতিবারই আসি, বিক্রি ভালো হয়। আশাকরি এবারও হবে। কাল থেকে মেলা শুরু তাই আজকে সব গুছাচ্ছি।

জগদ্ধাত্রী মাতৃমন্দিরের সভাপতি স্বপন মহাজন জানান, প্রতি বছরের মতো এবছরও খুব আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন হবে বলে আশা করছি। পূজা উপলক্ষে মেলা বসেছে শহরের প্রধান সড়কের দুই পাড়ে। মেলায় আনুমানিক শতাধিক দোকানিরা পশরা সাজিয়ে বসবে। প্রশাসনের সহযোগিতায় আইনশৃঙ্খলা ঠিক রেখে পূজা ও মেলা সুন্দর ভাবে শেষ হবে।

সাইফুল উদ্দীন/জেএস/এমএস