ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেষ হলো শরীয়তপুরের আঞ্চলিক বিশ্ব ইজতেমা

প্রকাশিত: ১২:২০ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে শরীয়তপুরে তিন দিনব্যাপি অনুষ্ঠিত আঞ্চলিক বিশ্ব ইজতেমা। এদিন মোনাজাতে অংশ নিতে হাজার হাজার মানুষের ঢল নামে ইজতেমা ময়দানে।

সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে ইজতেমা ময়দানে আসতে শুরু করে মুসল্লি। ইজতেমা ময়দানের আসেপাশে রাস্তার বিভিন্ন স্থানে দাঁড়িয়ে আখেরি মোনাজাতে অংশ নেয় ধর্মপ্রাণ মুসলমানরা।

মুসলিম উম্মার শান্তি ও দেশের মানুষের মঙ্গল কামনা করে সকাল ১২টায় শুরু হয়ে দুপুর ১টার দিকে শেষ হয় আখেরি মোনাজাত। মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করে ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লীরা।

বিশ্ব ইজতেমার অংশ হিসেবে এই প্রথম বারের মতো শরীয়তপুর জেলার সদর উপজেলার স্বর্ণঘোষ ও তুলাসার গ্রামের রাজগঞ্জ-আড়িগাঁও বাজারের হেলিপ্যাড সংলগ্ন কৃত্তিনাশা নদীর তীরে এ আঞ্চলিক বিশ্ব ইজতেমা বৃহস্পতিবার বাদ জহুরের পর থেকে আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়।

মো. ছগির হোসেন/বিএ

আরও পড়ুন