সাতক্ষীরায় যুবককে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা
ফাইল ছবি
সাতক্ষীরার শ্যামনগরে মোহাম্মদ মামুন হোসেন (২৮) নামে এক যুবককে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নূরনগর ইউনিয়নের কার্টুনিয়া রাজবাড়ী কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মামুন শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের দক্ষিণ হাজিপুর গ্রামের আব্দুল হামিদ গাজীর ছেলে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মামুনের প্রতিবেশী আব্দুর রহিম জাগো নিউজকে বলেন, রাতে পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলা সদর থেকে হাজিপুর গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন মামুন। রাত সাড়ে ৯টার দিকে কার্টুনিয়া রাজবাড়ী কলেজের সামনে পৌঁছানোর পর ২-৩ জন তরুণ তার গতিরোধ করে। এ সময় তারা মামুনকে মারধর করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে মামুন তাদের একজনকে ধাক্কা দিয়ে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছন দিক থেকে তারা গুলি করে।
তিনি আরও বলেন, এসময় মামুনের কোমরে গুলি লাগে। গুলির শব্দে আশপাশের বাসিন্দারা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিলন হোসেন বলেন, মামুনের কোমরের বামপাশে গুলি লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয় তদন্ত চলছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
আহসানুর রহমান রাজীব/ইএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ