ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আসামি ধরতে গিয়ে কনস্টেবলের মৃত্যু

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ০৪ নভেম্বর ২০২২

নরসিংদীর পলাশে আসামি ধরতে গিয়ে তৌফিকুল ইসলাম (৫৩) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তৌফিকুল ইসলাম নেত্রকোনার বারাহাট্টা থানার মৃত শহিদ উদ্দিনের ছেলে। তিনি পুলিশ কনস্টেবল পদে পলাশ থানায় কমর্রত ছিলেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ এতথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, শুক্রবার সাড়ে ৪টার দিকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কাশেম ও তৌফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্বপাড়া গ্রামে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে যান। তখন হঠাৎ তৌফিকুল ইসলামের শ্বাসকষ্ট দেখা দেয়। তাকে দ্রুত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সঞ্জিত সাহা/এসআর/জিকেএস