ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবন বিহারে হয়ে গেলো কঠিন চীবর দান

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ১২:৩০ পিএম, ০৫ নভেম্বর ২০২২

রাঙ্গামাটির রাজবন বিহারে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় কঠিন চীবর দান উৎসব।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে রাজবন বিহারের ৪৯তম কঠিন দান উৎসবে বনভান্তের স্মৃতির উদ্দেশে চীবর দান করেন বিহারের উপাসক পরিষদের প্রধান উপদেষ্টা ও চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়।

jagonews24

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার, উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

jagonews24

এদিন সকালে বুদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সকাল ১০টায় শুরু হয় ধর্মদেশনা। ধর্মদেশনায় উপস্থিত ছিলেন রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির।

অনুষ্ঠানে রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির বলেন, পৃথিবী থেকে জরা, দুঃখ, গ্লানিবোধ মুছে ফেলার মাধ্যমে মানব হিতার্থে জীবনযাপন করতে হবে। একে অন্যকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে হবে। জীবকে ভালোবাসতে হবে। তবেই ভগবান বুদ্ধের দর্শন লাভ সহজ হবে।

jagonews24

এর আগে বৃহস্পতিবার দুপুরে বেইনঘর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব। সারারাত জেগে রাঙ্গামাটি জেলাসহ দেশের বিভিন্ন জায়গা হতে আগত উপসকরা চীবর তৈরি করেন।

সাইফুল উদ্দীন/জেএস/এমএস