নড়াইল জাপার সভাপতি ফিরোজ, সম্পাদক হাদিউজ্জামান
অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজকে সভাপতি ও সিকদার হাদিউজ্জামানকে সাধারণ সম্পাদক করে নড়াইল জেলা জাতীয় পার্টির কমিটি গঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমি চত্বরে দ্বি-বার্ষিক সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়।

অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজের সভাপতিত্বে সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট জহুরুল হক ও নাজনিন সুলতানা, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু ও শেখ আলমগীর হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা যুবায়ের হোসেন, জাতীয় কৃষক পার্টির ভাইস চেয়ারম্যান শেখ জামাল, খুলনা বিভাগীয় জাতীয় কৃষক পার্টির সাংগঠনিক সম্পাদক বিষ্ণুপদ রায়, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু সাইদ মেম্বর, সাধারণ সম্পাদক বদরুজ্জামান, কালিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ ফসিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
হাফিজ নিলু/আরএইচ/এএসএম