ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় দুই বাংলার কবিদের নিয়ে গঙ্গা যমুনা সাহিত্য উৎসব

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০৬ নভেম্বর ২০২২

সাতক্ষীরার কালিগঞ্জে দুই বাংলার কবি ও সাহিত্যিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে গঙ্গা যমুনা সাহিত্য উৎসব। এবারের স্লোগান ছিল, ‘বিচ্ছেদ নয়, মিলনই মৌলিক, সৌহার্দ সম্প্রীতি সম্ভ্রমের’।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে কালিগঞ্জের সুশীলন চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

পরে বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন সচিব ও কবি আবদুস সামাদ ফারুক।

আলোচনা করেন বাংলা একাডেমির উপ-পরিচালক ইমরুল ইউসুফ, ভারতের বিশিষ্ট কবি ও সঙ্গীত শিল্পী কল্লোল ঘোষাল, সঙ্গীত শিল্পী ও কবি অঞ্জনা গোস্বামী, বিশিষ্ট কবি ও সরকারি কর্মকর্তা অনিন্দ্য আনিস, ভারতের শিল্পী সান্ত্বনা দাশ প্রমুখ।

কবি ও সঙ্গীত শিল্পী কল্লোল ঘোষাল বলেন, কবিতার শক্তি কামানের গোলার চেয়েও শক্তিশালী, দুই বাংলার অদ্যকার মিলনমেলা দেখতে চাই অনেকবার বারবার। সাহিত্য রস মানুষকে উদ্বুদ্ধ করে সুষ্ঠু সমাজ বিনির্মাণে। সাহিত্য ও সংস্কৃতি দুই বাংলাকে এক করে রেখেছে। কাঁটাতারের বেড়া আমাদের ভাগ করতে পারেনি। আমি অভিভূত হয়েছি দুই দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের এ মিলন মেলায় উপস্থিত হতে পেরে। এমনিভাবে ছোট বড় উৎসবের মধ্যদিয়ে সাহিত্য ও আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে হবে।

রোববার বসন্তপুর নৌরুট ভ্রমণ ও আলোচনা উৎসবের মধ্যদিয়ে বিকেলে এ আয়োজন সমাপ্ত হয়।

আহসানুর রহমান রাজীব/জেএস/জিকেএস