পরীক্ষা শেষে বাবার জানাজায় ছেলে
সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম কুদ্দুস
ঝালকাঠিতে বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিয়েছেন এক ছেলে। আর পরীক্ষা শেষ করেই বাবার জানাজায় অংশ নিয়েছেন তিনি। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের কেওড়া গ্রামে।
ওই পরীক্ষার্থীর নাম সালমান রাফি। তিনি ঝালকাঠি সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। আর তার বাবা শফিকুল ইসলাম কুদ্দুস (৫০) কেওড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সাবেক ইউপি সদস্য ছিলেন।
সালমান রাফির বড় চাচা মামুন হাওলাদার জানান, তার ছোট ভাই শফিকুল ইসলাম কুদ্দুস দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। শনিবার দুপুর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। রাতে তাকে সংজ্ঞাহীন অবস্থায় স্বজনরা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামুন হাওলাদার আরও জানান, রোববার (৬ নভেম্বর) প্রথমদিনের এইচএসসি পরীক্ষা শেষে দুপুর দেড়টায় বাবার জানাজায় অংশ নেন রাফি। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
কেওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বি এম আরিফ হোসেন মিন্টু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম কুদ্দুস অনেক ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। তার ছেলে রাফি এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা দিয়ে আজ দুপুর দেড়টায় বাবার জানাজায় সে অংশ নেয়।
আতিকুর রহমান/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ