ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজের দুইদিন পর ডোবায় মিললো ভ্যানচালকের মরদেহ

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৭ নভেম্বর ২০২২

নারায়ণগঞ্জে নিখোঁজের দুইদিন পর মাসুম (৩৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ নভেম্বর) সকালে বন্দরের পুরাতন কবরস্থান গণপাড়া বিল এলাকার ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাসুমের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। একই সঙ্গে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। মাসুম বাগেরহাট জেলার মো. সিকান্দার মিয়া ছেলে। এখানে বন্দর চিতাশাল আল আমিন বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন ,গত দুই দিন ধরে তাকে পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিল না। সোমবার (৭ নভেম্বর) সকালে তার ছেলেসহ স্বজনরা পুরাতন বন্দর গণপাড়া বিলে তার মরদেহের সন্ধান পান। এরপর পুলিশকে জানালে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

মোবাশ্বির শ্রাবণ/জেএস/জেআইএম