ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে গান রেকর্ডিংয়ের সময় এসি বিস্ফোরণ, আহত ৫

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৭ নভেম্বর ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বসতবাড়িতে এসি বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে কবি ও গায়ক এস এ শামীম চৌধুরীর বসতবাড়ির একটি রুমে গান রেকর্ডিংয়ের সময়ে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় এস এ শামীম (৫৮), ছেলে বাবন (২৮), ছেলের বন্ধু মাহিন (২৯) ও এস এ শামীমের নাতি রাজসহ (৫) আরও একজন দগ্ধ হন। তাদের মধ্যে গুরুতর দগ্ধ বাবন ও মাহিনকে প্রথমে শহরের খানপুর পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়।

এস এ শামীমের বড় ছেলে সাজু জাগো নিউজকে বলেন, ‘আমাদের বাড়িতে গান রেকর্ডিংয়ের জন্য একটি রুম করেছেন আমার বাবা। সেই রুমে দুপুর ১টার সময় বিকট শব্দ হয়। তখন কাছে গিয়ে দেখি ওই রুমের ভেতর আমার ছোট ভাই বাবন ও তার বন্ধু মাহিন চিৎকার করছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তাদের দুজনেরই বুক ও পিঠের কিছু অংশ দগ্ধ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিস্ফোরণে রুমের দরজা, জানালা ভেঙে দুমড়ে-মুচড়ে গেছে। সেইসঙ্গে এসির ইনডোরের যন্ত্রাংশ ও আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনি। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

ফতুল্লা বিসিক ফায়ার সার্ভিসের ডিউটিম্যান সাইফুল ইসলাম বলেন, বিস্ফোরণের বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেননি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জাগো নিউজকে বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম