ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মোংলায় আগুনে পুড়লো ৮ ব্যবসাপ্রতিষ্ঠান

উপজেলা প্রতিনিধি | মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০৭ নভেম্বর ২০২২

মোংলায় আটটি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সোয়া ৩টায় পৌরসভার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘণ্টাব্যাপী চেষ্টার পর বিকেল সোয়া ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. আরবেজ আলী বলেন, সোমবার বিকেল সোয়া ৩টার দিকে স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড এলাকার সোনার বাংলা হোটেলে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগে। এরপর তা মুহূর্তেই পাশের হোটেল ও দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিস, বাগেরহাট সদর ফায়ার সার্ভিস ও মোংলা ফায়ার সার্ভিসের ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে।

তিনি আরও বলেন, ততক্ষণে একে একে আগুনে পুড়ে ছাই হয়ে যায় তিনটি হোটেল ও পাঁচটি কনফেকশনারি দোকান। তবে এসময় কেউ দগ্ধ হননি। আগুনে তিনটি হোটেল ও পাঁচটি দোকান পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান। তিনি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, ক্ষতিগ্রস্ত হোটেল ও দোকান মালিকদের প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পরবর্তীকালে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি সহায়তা দেওয়া হবে। 

আবু হোসাইন সুমন/এমআরআর/এএসএম