ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে অপহরণ-ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৯ নভেম্বর ২০২২

টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন।

রায়ে তিনি আসামিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন। দণ্ডিত আসামি গোপালপুর উপজেলার ঘুটিয়া গ্রামের আবু হানিফের ছেলে আলমগীর হোসেন (৩৪)।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট আলী আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভুক্তভোগী গোপালপুর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর সকালে অন্যান্য দিনের মতো সে স্কুলে যায়। সেখান থেকে তাকে অপহরণ করে দণ্ডিত আসামি আলমগীর হোসেন তার মামার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। ৮ সেপ্টেম্বর ভুক্তভোগীর বাবা আলমগীর হোসেনের বিরুদ্ধে গোপালপুর থানায় মামলা করেন।

২০০৮ সালের ১৮ ডিসেম্বর গোপালপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা তাজাম্মেল হক একমাত্র আসামি আলমগীর হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৭ ধারা এবং ৯(১) ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন। ওই দুটি ধারায় আলাদাভাবে আসামিকে যাবজ্জীবন সাজা দেন আদালত। তবে উভয় অপরাধের সাজা একত্রে চলবে বলে বিচারক তার রায়ে উল্লেখ করেন।

আরিফ উর রহমান টগর/জেএস/এএসএম