কুষ্টিয়ায় আদালত ভবনের লিফট সমস্যা সমাধনে মানববন্ধন
কুষ্টিয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের লিফট দফায় দফায় বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে আইনজীবীরা। বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টায় আদালত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়ার আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুর রহমান সুমনের সভাপতিত্বে মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াদুদ মিয়া, সদস্য অ্যাডভোকেট জমিরন খাতুন, সিনিয়র সদস্য সানোয়ারা খাতুন সানু, অ্যাডভোকেট সঞ্জয় কুমার গৌতম, আকলিমা খাতুন আশা, অ্যাডভোকেট সালমা সিদ্দীকা, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম সুমন, অ্যাডভোকেট আমানউল্লাহ নান্টু, অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মুনীর, অ্যাডভোকেট বদরুদ্দীন বদু, অ্যাডভোকেট ফারুক আলম পান্না প্রমুখ উপস্থিত ছিলেন ।
এ সময় আইনজীবীরা বলেন, গত সপ্তাহে প্রায় দশজন আইনজীবীসহ বিচারপ্রার্থীরা লিফটে আটকা ছিলেন। এতে অনেক সিনিয়র আইনজীবী অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করেন।

এর আগে ২৩ অক্টোবর নবনির্মিত কুষ্টিয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১ নম্বর লিফটটি ওপরে ওঠার সময় আটকে যায়। এ সময় ওই লিফটে কুষ্টিয়া নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল হালিমসহ চার আইনজীবীসহ ১২ জন ছিলেন। এ ঘটনার কয়েক দিন পর আবারও লিফটে কয়েকজন আটকে পড়েন।
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম দুলাল জানান, লিফট সমস্যার সমাধান চেয়ে সমিতির পক্ষ থেকে একাধিকবার দরখাস্ত করা হয়েছে।
আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা নুরুল আমিন জানান, লিফট সমস্যার সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়ে বিভাগকে চিঠি দেওয়া হয়েছে।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, লিফটগুলো ইন ইনস্টলেশনের শুরু থেকেই প্রোগ্রামিং জনিত ত্রুটির কারণে প্রায়ই অকেজো বা আটকে যাচ্ছে। সমস্যা হয়ে দাঁড়িয়েছে লিফট সরবরাহকারী প্রতিষ্ঠানের মূল মালিকের মৃত্যুজনিত কারণে তাদের এ ব্যবসা এখন প্রায় বন্ধ। সে কারণে অন্য কোনো বিকল্প টেকনিশিয়ান চেয়ে ঢাকায় চিঠি পাঠানো হয়েছে। টেকনিশিয়ান এসে ঠিক করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে।
আল-মামুন সাগর/আরএইচ/এএসএম