ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বাসায় চুরি

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০৯ নভেম্বর ২০২২

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তারের বাসার তালা ভেঙে চুরি হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) কোনো একসময় এই চুরির ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

সরকারি কোয়ার্টারে এ চুরির ঘটনা ঘটে। নগদ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে চোরেরা।

মেহেরপুর সদর থানার তদন্ত অফিসার মেজবাহ উদ্দিন আহমেদ চুরির বিষয়টি নিশ্চিত করেেছেন।

তিনি জানান, সন্ধ্যার দিকে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মোখলেছুর রহমান নামাজে যাওয়ার সময় প্রথমে দরজা খোলা দেখে সেখানে গিয়ে চুরির ঘটনা জানতে পারেন। চোরের দল টাকা ও মোবাইল ফোন নিয়ে গেলেও ল্যাপটপ এবং ট্যাব নেননি। বেডরুমের ওপর কিছু প্রয়োজনীয় কাগজপত্র ও পোশাক ছড়ানো ছিটানো ছিল বলে জানান তিনি।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ডা. জমির মোহাম্মদ বর্তমানে খুলনায় অবস্থান করছেন। মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আসিফ ইকবাল/এসআর/জিকেএস