ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হারবাল ওষুধ বিক্রেতার কাছ থেকে দুই গোখরা উদ্ধার করে বনে অবমুক্ত

উপজেলা প্রতিনিধি | কলাপাড়া (পটুয়াখালী) | প্রকাশিত: ০৬:০০ পিএম, ০৯ নভেম্বর ২০২২

পটুয়াখালীর কুয়াকাটায় বিষধর দুটি পদ্ম গোখরা উদ্ধার করে বনবিভাগের স্থানীয় সংরক্ষিত লেম্বু বনে অবমুক্ত করেছেন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী নামের সংগঠনের সদস্যরা।

বুধবার ( ৯ নভেম্বর) দুপুরে কুয়াকাটা সমুদ্রসৈকতের পশ্চিমাংশ বনবিভাগের লেম্বুর বনে সাপ দুটি অবমুক্ত করা হয়।

jagonews24

এর আগে ৫ ফুট ও ৬ ফুট দৈর্ঘ্যের দুটি সাপ মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১০টায় কুয়াকাটার মৎস্য বন্দর আলীপুরে ফুটপাতে এক ক্যানভাসারের (হারবাল ওষুধবিক্রেতা) কাছ থেকে উদ্ধার করা হয়।

jagonews24

সাপ দুটি অবমুক্তকালে উপস্থিত ছিলেন মহিপুর বনবিভাগের খাজুরা বিট কর্মকর্তা আরিফুল ইসলাম, অ্যানিমেল লাভারস অব কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, বাচ্চু, শাওন, বাইজিদ প্রমুখ।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জিকেএস